Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, যুবলীগ কর্মী নুর হোসেন ১৯৮৭ সালে ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জীবন্ত পোষ্টার হয়ে গনতন্ত্রের মুক্তি দাবী করেছিলেন। তার মহান আত্মত্যাগ পতন ডেকে এনেছিলো সামরিক শাসক এরশাদের। বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছিলো গনতন্ত্রের পথে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গনতান্ত্রিক বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে এবং প্রমাণ করেছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে কেউ বাঁধা হয়ে দাড়াতে পারবে না।
গতকাল স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবলীগ নেতা নুরুল আমিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শওকত আকবর সোহেল, মোঃ রেখাছ মিয়া, তাজউদ্দিন আহমেদ, শেখ আনিসুজ্জামান, মঈন উদ্দিন চৌধুরী সুমন, হাবিবুর রহমান, অলিউর রহমান, ফারুক পাঠান, সাব্বির আহমেদ।
সভার শুরুতে সাবেক সফল অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মীনি বিশিষ্ট চিত্রশিল্পী বেগম আসমা কিবরিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।