Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ডাকাতের কবলে পুলিশ-সাংবাদিক ॥ আহত ৫

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বি-বাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর মোঃ বায়েজিদ এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার পূর্বাঞ্চলিয় ব্যুারো প্রধান পিজুস কান্তি আচার্য সহ ৫জন আহত হয়েছে। আহতরা মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময় ডাকাত দল আহতদের সাথে থাকা স্বর্নের আংটি, চেইন, অর্থ ও মালামাল লুটে নেয় বলে জানা যায়। শুক্রবার রাত দেড়টার দিকে মাধবপুর-নাছিরনগর সড়কের উপজেলার আদাঐর ব্রিক ফিল্ডের নিকটে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ আব্দুল আউয়াল জানান, এটিএন নিউজ ও এটিএন বাংলার পূর্বাঞ্চলিয় ব্যুারো প্রধান পিজুস কান্তি আচার্য্য (৪৫), বি-বাড়িয়ার আমিন কমপ্লেক্সের হাজি আবুল হাসেমের ছেলে মোঃ আমিন (৫৪), ছাদেকপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লিটন মিয়া (৫৪), ঘাটুয়ারার জামাল ভ’ূইয়ার ছেলে মোস্তাক আহম্মেদ (২৪) রাত ২টার দিকে হাসপাতালে এসে চিকিৎসা নিলেও বিবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর মোঃ বায়েজিদ রেজিষ্টারে নাম এন্টি করেননি। পুলিশ ও পিজুস কান্তি আচার্যের পরিবার সুত্রে জানাযায় শুক্রবার রাতে ওসি বায়েজিদ এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার পূর্বাঞ্চলিয় ব্যুারু প্রধান পিজুস কান্তি আচার্য সহ তারা ৪ বন্ধু মাধবপুর নাচিরনগর রাস্তা দিয়ে একটি লাইটেজে করে নাচির নগর উপজেলার বুধন গ্রামের আব্দুল্লা পিরের মাজারে ওরস শরিফে জা”িছলেন। রাত দেড় টার দিকে আদাঐর ব্রিক ফিল্ডের নিকটে পৌচলে একদল ডাকাত তাদের গাড়ি আটকিয়ে দাড়ালো দা ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এটিএন নিউজ ও এটিএন বাংলার পূর্বাঞ্চলিয় ব্যুারু প্রধান পিজুস কান্তি আচার্য এর স্ত্রী মনিকা আচার্য জানান তার স্বামীর ২টি আংটি ১টি চেইন ও টাকার ব্যাগ নিয়েনেয় ডাকাত দল ।তিনি আরো জানান পিজুজ কান্তির পায়ে দারালো অস্্েরর আঘাত সহ হাতের একটি হার ভেঙ্গে গেছে। মাধবপুর থানার ওসি তদন্ত আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তারা আসবেন এ তথ্য  মাধবপুর থানাকে জানানো হয়নি পুলিশ প্রহরা থাকলে হয়ত এঘটনা ঘটতনা।