Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সমবায়ের মাধ্যমে জনগণ ভাগ্যের পরিবর্তন করতে পারে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৪তম জাতীয় সমবায় দিবস-২০১৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা সমবায় বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন- সমবায়ের মাধ্যমে দেশের আপামর জনগণ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চেষ্টা করেনা আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটান না। কাজেই প্রত্যেক সমবায় সমিতিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমিতি পরিচালনা করতে হবে। অব্যাহত প্রচেষ্টা আর একনিষ্টতার মাধ্যমে যে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান সফলতা লাভ করতে পারে। সংসদ সদস্য আরও বলেন- সমবায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ তথা দেশের যথাযথ উন্নয়ন সম্ভব। অতীতে বাংলাদেশের অনেক জেলা সমবায়ের রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, বিআরডিবির উপ পরিচালক শহিদুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাশ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এডঃ আফজাল হোসেন ও মোঃ মিজানুর রশীদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জালাল উদ্দিন। অনুষ্ঠানে সমবায় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক। পরে জেলার ৪টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। সমিতিগুলো হলো- চৌধুরী বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিডেট, হবিগঞ্জ দুগ্ধ খামার সমবায় সমিতি লিমিডেট, উত্তরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট বৈরাগী, লংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির এমএ মুছাব্বির তালুকদার। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এদিকে সমবায় র‌্যালিতে হবিগঞ্জ হোমিওপ্যাথি চিকিৎসক সমবায় সমিতি লিমিটেড, জেলা চাকুরীজীবী সমবায় সমিতি লিমিটেড, হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড অংশ গ্রহণ করে।