Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশাল মতবিনিময় সভায় এডঃ মজিদ খান এমপি ॥ আগামী ২ মাসের মধ্যে টুপিয়াজুরী বিদ্যুতের আলোয় আলোকিত হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমার নির্বাচনীয় এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যত দিন বেচে থাকব তত দিন আপনাদের সেবা করে যাব। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আর এই উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ২ মাসের মধ্যে টুপিয়াজুরী গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হবে। তিনি আরো বলেন, কোন গ্রামের উন্নয়ন করতে হলে প্রথমে ওই গ্রামের সবাইকে একত্রিত হতে হবে। উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে সমন্বয়। পর্যায়ক্রমে টুপিয়াজুরী গ্রামের সকল অসামাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দেন এমপি আব্দুল মজিদ খান।
গত ৩ নভেম্বর মঙ্গলবার বিকালে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামবাসীর উদ্যোগে টুপিয়াজুরী সরকারী প্রাথামিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সাবেক ইউপি মেম্বার মোঃ সবুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ মিয়া।
টুপিয়াজুরী সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্ত’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক এসএম জাহির মিয়া, সামছুল হক তালুকদার, বিশিষ্ট মুরুব্বি আব্দুল আওয়াল মীর, সাবেক মেম্বার আরজু মিয়া, আলতাব মিয়া, আব্দুল গফুর, শাহ্ আব্দুল কদ্দুছ, খুরশেদ আলী, সৈয়দ আলী, আকরাম আলী, ফুল মিয়া মীর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক মহিবুর রহমান মাহি, আব্দুল হেকিম ফুল মিয়া, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, দিলোয়ার হোসেন দিলু, আব্দুল হান্নান, সাবেক মেম্বার ইলিয়াছ মিয়া, ক্বারী সৈয়দ আহমদ, মাওলানা তোফাজ্জুল হোসেন বেলালী, শারজাহান মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি মীর মাসুম, রাজু আহমেদ, আহম্মদ আলী খান, নেছার আহমদ, শহীদ মিয়া, আবু তাহের, আলকাছ মিয়া, মহিবুল্লা, মীর তাউছ প্রমূখ।
সভায় টুপিয়াজুরী গ্রামে বিশেষ অবদানের জন্য এমপি আব্দুল মজিদ খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।