Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩ শতাধিক নারীর কর্মসংস্থান সৃষ্টিতে এমপি কেয়া চৌধুরীর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে তিনশতাধিক সচেতন নারীদের নিয়ে “নোয়াগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” নামে গঠিত সমিতিকে এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া  কেয়া চৌধুরী। এ টাকায় ক্রয় করা ৮টি সেলাই মেশিনে এসব নারীরা কাজ করছেন। কেয়া চৌধুরীর প্রচেষ্ঠায়  সমিতিটি রেজিষ্ট্রেশনভূক্ত হয়েছে।
নোয়াগাঁও গ্রামে গেলেই চোখে পড়বে সমিতির কার্যালয়ে বসে বেকার নারীরা সেলাই মেশিন দিয়ে নানা ধরনের জামা-কাপড় তৈরী মগ্ন থাকছেন। তৈরী কাপড় তারা স্থানীয়ভাবে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন। বরাদ্দে ক্রয় করা সেলাই মেশিনে তৈরী কাপড় দেখতে এমপি কেয়া চৌধুরী বুধবার দুপুরে নোয়াগাঁওয়ে পরিদর্শনে যান। তিনি এ গ্রামে গেলে তাকে সমিতিটির সদস্যরা ফুল আর ভালবাসা ও করতালীর সাথে নানা শ্লোগানে বরণ করে নেন।
পরে আয়োজিত নারীদের সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, এখানের নারীরা সবাই মিলে মিশে কাজ করছে বলেই বেকার সমস্যা দূর হচ্ছে।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এখানের নারীদেরকে একলাখ টাকা বরাদ্দ এনে দিয়েছি। আরো দেব।
সমিতি’র সভাপতি সফিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী আক্তারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাবায় কর্মকর্তা হাসনাহেনা, মাশকুরা বেগম, আরিফা আক্তার রিনা, সনি আক্তার, কন্ঠি বেগম শিরিয়া, রাবিয়া বেগম, হাজেরা খাতুন প্রমুখ।