Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এডঃ দীপক করের মৃত্যু ॥ সৎকারের জন্য আইনজীবী সমিতির অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য দীপক কর মৃত্যু বরণ করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অসস্থ্যতাজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন। এডভোকেট দীপক করের মৃত্যুতে সৎকারের জন্য হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার ঘোষপাড়ার বাসায় গিয়ে তাৎক্ষনিক নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। ১৯৫৯ সালের ২৮ মার্চ দীপক কর জন্ম গ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। পরে ১৯৯৮ সালে দীপক কর আইন পেশার জন্য হবিগঞ্জ বারে যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্টের এডভোকেট হিসাবে তালিকাভূক্ত হন। ৫৭ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান সৌরভ করসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার পুত্র সন্তান সৌরভ কর এ বছরের জেএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল নিহত দীপক করের বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আইনজীবী সমিতির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মুরলী ধর, সাধারণ সম্পাদক সুবীর রায়, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম খোকন, মুজিবুর রহমান কাজল, ক্রিড়া সম্পাদক এম এ মজিদ, কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আফজাল আলী দুদুসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এডভোকেট দীপক করের মৃত্যুতে আজ ফুল কোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হবে।