Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে নির্বাচনী প্রচারণায় মুক্তিযোদ্ধা-রাজাকার ইস্যু

নুুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ মুক্তিযোদ্ধা-রাজাকার ইস্যুতে চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকা গরম হয়ে উঠেছে। নেতা-কর্মীরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহম্মদকে রাজাকারের সন্তান বলে পরিচয় দিচ্ছেন। নেতা-কর্মীরা বলছেন, তানভীরের বাবা সৈয়দ মোহাম্মদ কায়সার যোদ্ধাপরাধ মামলার আসামী। তার নির্দেশেই চুনারুঘাটে স্বাধীনতাকামী মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। ইতোমধ্যেই কায়সারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। রাজাকার পিতাকে রক্ষা করতেই সৈয়দ তানভীর নিজেকে আওয়ামীলীগের কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষের ভোট আদায় করতে লোকবল নিয়োগ দিয়েছেন। অপরদিকে এডভোকেট মাহবুব আলীর পিতা মাওলানা আসাদ আলী একজন মুক্তিযোদ্ধা ও প্রাদেশিক পরিষদ সমস্য। নৌকার শক্ত ঘাঁটি বলে বলে খ্যাত হবিগঞ্জ-৪ আসনে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে বাদ দিয়ে আওয়ামীলীগ থেকে এবার মনোনয়ন দেয়া হয় মাধবপুরের বাসিন্দা এডভোকেট মাহবুব আলীকে। তাকে মনোনয়ন দেয়ার পর একই উপজেলার বিদ্রোহী প্রার্থী হিসেবে আবির্ভূত হন চা জনগোষ্টীর উপদেষ্টা এডভোকেট সৈয়দ তানভীর আহম্মদ। ইতোমধ্যেই মাহবুব আলী ‘নৌকা’ ও সৈয়দ তানভীর ‘তালা’ প্রতীক নিয়ে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। তবে সৈয়দ তানভীরের সমর্থকরা গোপনে তাদের কর্মী-সমর্থকদের সাথে দেখা-সাক্ষাৎ করে তানভীরের শুভেচ্ছা পৌছে দেয়ার কাজটি শুরু করেছেন। এডভোকেট মাহবুব আলী শুরু করেছেন জনসংযোগ। এসবের পরও সাধারণ ভোটারের মাঝে নির্বাচনের কোন আগ্রহ নেই। চায়ের টেবিলে নেই প্রার্থী বা প্রতীক নিয়ে কোন গুন-গান, আলোচনা-সমালোচনা। এখন পর্যন্ত কোথাও সাঁটানো হয়নি পোষ্টার-ব্যানার।