Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কমিউনিটি পুলিশের মহাসমাবেশ সফল করতে রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে জেলা পুলিশ প্রশাসনের মত-বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১২ নভেম্বর স্থানীয় নিউ ফিল্ড মাঠে কমিউনিটি পুলিশের মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দের সাথে মত-বিনিময় করেছেন জেলা পুলিশ প্রশাসন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগ সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং যুব রেড ক্রিসেন্ট প্রধান পংকজ কান্তি দাশ পল্লব এর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর, শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, জুনায়েদ আহমেদ, শফিকুজ্জামান হিরাজ, শিবলী খায়ের, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, আব্দুর রউফ মাসুক, বাস মালিক গ্র“পের যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রানা, কৃষি ব্যাংক সিবিএর হবিগঞ্জ অঞ্চলের সভাপতি জয়নাল আবেদীন রাসেল ও যুব রেড ক্রিসেন্ট সদস্য আষীশ কুমার কুরী। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশের সাথে জনতার ঐক্য গড়ে তোলা জরুরী। কমিউনিটি পুলিশের মাধ্যমে পুলিশ জনতার কাতারে মিশে যেতে চায়। আর এ জন্যেই আগামী ১২ নভেম্বরের কমিউনিটি পুলিশের সমাবেশ সফল করে তোলতে রেড ক্রিসেন্টের সদস্যদের সাথে যোগ দেয়ার আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম পুলিশ সুপারকে আশ্বস্থ করে বলেন রেড ক্রিসেন্টের কর্মীরা সাধারন মানুষদের সাথে নিয়ে কমিউনিটি পুলিশের সমাবেশকে সফল করতে কাজ করবে।