Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অবরোধ চলাকালে শেখ সুজাত এমপি তামাশার নির্বাচনের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে অবরোধ পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সকাল থেকেই কয়েক শত নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। অবরোধ চলাকালে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। দুপুরে কিবরিয়া চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ জোটের নেতাকর্মীরা। পরে আউশকান্দি ইউপি বিএনপির সভাপতি সোনাওর খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, তামাশার নির্বাচনের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য ঘোষনা দিয়ে যে কলংকজনক অধ্যায় সৃষ্টি করেছেন জাতি কখনও ক্ষমা করবে না। তিনি অতিসত্ত্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের স্থিতিশীল অবস্থা ফিরে আনার আহ্বান জানান। উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, বিএনপি নেতা শিহাব চৌধুরী, যুবরাজ গোপ, মোর্শেদ আহমদ, শাহ এবাদুর রহমান দারা, আব্দুল মুকিত পাঠান, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, আজিল চৌধুরী, আহমদ ঠাকুর রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিতু মিয়া সেন্টু, ছায়েদ আহমদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, ছাত্রশিবির (পূর্ব) সভাপতি তারেকুল ইসলাম, আউশকান্দি যুবদলের সভাপতি সাইদুর রহমান, যুবনেতা মাহিন আলম মহসিন, সাজু মিয়া, মোবারক হোসেন শিপন, বুলবুল আহমদ, ছাত্রদল নেতা শিহাব আহমদ, রোহেল আহমদ, জাকির হোসেন, আবেদ আলী, মিনহাজ সেলিম, আব্দুর রকিব প্রমূখ। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪র্থ দফা অবরোধের ২য় দিনে উপজেলা গুরুত্বপূর্ণ সড়কের ৫টি স্পটে পিকেটিং করে অবরোধকারীরা।