Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনাব আলী কলেজ ছাত্রীকে ইভটিজিং এর জের ॥ কলেজে ভাংচুর ৩ ছাত্র বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের জনৈক এক ছাত্রীকে ইভটিজিং করেছে একই কলেজের সারোয়ার আলম খান নামের একাদশ শ্রেণির এক ছাত্র। সে বানিয়াচং উপজেলা সদরের মিয়াখানী মহল্লার আলমগীর খানের পুত্র। ইভটিজিংয়ের বিষয় নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে বিচার প্রার্থী হওয়ায় সারোয়ারের বন্ধুরা মিলে কলেজ লাইব্রেরীর দরজা ও অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাংচুর করেছে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার সকালে সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সারোয়ার কলেজে আসা যাওয়ার পথে ও মোবাইল ফোনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন ওই ছাত্রী তার বড় বোন ও ভাইকে নিয়ে অভিযোগ জানানোর জন্যে কলেজ অধ্যক্ষের কাছে যায়। এ সময় ছাত্রীর ভাই ইমনের সাথে সারোয়ারের কথা কাটাকাটি হয়। পরে সারোয়ার ও তার বন্ধুরা কলেজের ভিতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্ঠি করে এবং কলেজ লাইব্রেরীর দরজা জানালা ও অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম। পরে ওই ছাত্রী মিয়াখানী মহল্লার আলমগীর খানের পুত্র সারোয়ার আলম খান (১ম বর্ষ), প্রথমরেখ মহল্লার মাহমুদ আলীর পুত্র সৈয়দ কাওছার আহমেদ ও ত্রিকর মহল্লার নুর মিয়ার পুত্র রুহেল মিয়া (অনিয়মিত) এই তিন ছাত্রের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে কলেজ গভর্নিংবডি সদস্য ও কলেজের শিক্ষকরা তাৎক্ষনিক জরুরী সভা ডেকে অভিযুক্ত ৩ জনকে কলেজ ভাংচুর ও ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। পরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার ওসির বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামান খান।