Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ জে,কে স্কুলের মৌলভী স্যার আর নেই জানাযার নামাজে হাজার মানুষের ঢল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জে,কে মডেল স্কুলের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক পৌর এলাকার অভয়নগর এলাকার বাসিন্দা মৌলভী আলহ্জ্বা আব্দুস ছাত্তার (৭৫) মৌলভী স্যার আর নেই। গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকার সমরিতা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিলাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঐদিন বিকাল ৪টা ২০ মিনিটে নবীগঞ্জ জেকে স্কুল মাঠে জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের নিজ এলাকা বি-বাড়ীয়া সদর উপজেলার তালশহর গ্রামে বাদ এশা দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের একমাত্র ছেলে রিয়াজুল আরেফিন পলাশ যুক্তরাজ্যে ল অনার্স কোর্স সম্পন্ন করে জালালাবাদ ফার্মে তার মামা ব্যারিষ্টার আতাউর রহমান আতার সাথে ইমিগ্রেশন এডভাইজার হিসাবে কর্মরত আছেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফখরুল আহসান চৌধুরী, পৌরসভার কাউন্সিলর ও যুবদল সভাপতি এটিএম সালামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ  মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।