Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ঘোষণা দিয়ে মাছ নিধন ॥ লাখ টাকার ক্ষতি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২দিন ধরে ঘোষনা দিয়ে একটি পুকুরে কিটনাশক প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে হোরন আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার উপ-পরিদর্শক কৌশিক চন্দ্র মৈত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জানা যায়, সাতপাড়া গ্রামের হোরন আলীর সাথে যৌথ মালিকানার একটি পুকুর নিয়ে পার্শ্ববর্তি মৃত জাহের মিয়ার ছেলে লদুত মিয়া গংদের দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। লদুত মিয়া ওই পুকুরটিতে মাছ চাষ করতে না চাইলে হোরন আলী একক ভাবে পুকুরটিতে মাছ চাষ করে আসছে। বিরোদের এক পর্যায়ে গত বৃহস্পতিবার লদুত মিয়া গংরা ওই পুকুর থেকে জাল দিয়ে মাছ শিকার করতে থাকলে হোরন আলী সাথে কথা কাটাকাটি হয়, শুক্রবারও মাছ শিকার করে তারা এবং উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। ২দিনই লদুত গংরা কিটনাশক ছিটিয়ে মাছ নিধনের ঘোষনা দেয়। শুক্রবার রাতে পুকুরটিতে কিটনাশক ছিটানো হয় শনিবার সকালে পুকুরটিতে মাছ মরতে দেখে হোরন আলী বাদী হয়ে লদুত মিয়া গংদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দয়ের করেন।