Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জমজমাট মাদক ব্যবসা ধরা ছোয়ার বাইরে ব্যবসায়ীরা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মাদক সম্রাটরা এখন ফেনসিডিল মাদক ব্যবস্যা করে কোটিপতি। ধ্বংসের পথে এলাকার যুব সমাজ। ধরা ছোয়ার বাইরে মাদক ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন এলাকার সচেতন মহল। জানা যায়, ওই গাজীপুর ইউনিয়নের গোবরখলা এলাকার ইমান আলীর পুত্র জাবেদ মিয়া (২৫), আঃ মতিনের পুত্র কাইয়ুম (২৬),  কনু মিয়ার পুত্র ফারুক মিয়া (৩০), ছন্দু মিয়ার পুত্র ফারুক মিয়া (৪৫), বাল্লা কাজল, বাবুল, মন্টু সহ মাদক সম্রাটরা ফেনসিডিল, গাঁজা ব্যবসা করে বর্তমানে কোটিপতি। আসামপাড়া থেকে মাদক দ্রব্য হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু পুলিশ মাদক সম্রাটদের গ্রেফতার করার পরও তারা আইনের ফাঁক ফোকড় দিয়ে দ্রুত বেরিয়ে আসে। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবারো বেপরোয়াভাবে জমজমাট ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, হুইস্কি, বিয়ার, কোরেক্সসহ যৌন উত্তেজক ট্যাবলেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ওই মাদকের ব্যবসা চলে। জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে মাদকসেবীরা মাইক্রোবাস, সিএনজি, লাইটেস, প্রাইভেট কার ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে মাদকের জন্য ভিড় জমায়। অবাধে মাদক ব্যবসা চললেও বিষয়টি যেন দেখেও না দেখার ভান করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।