Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সমাজের উন্নয়নে মহিলার অগ্রণী ভূমিকা পালন করছেন-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-মহিলারা যদি একত্রিত হয়ে সমিতির মাধ্যমে কোন কর্মসূচি গ্রহণ করে তাহলে তারা অতি অল্প সময়ের মধ্যে স্ববলম্বী হতে পারবে এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বর্তমানে সমাজের উন্নয়নে মহিলার অগ্রণী ভূমিকা পালন করছেন। এ সরকার মতায় আসার পর নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের নারীরা উন্নত দেশের নারীদের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক চৌধুরী, হবিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবল আলম। এছাড়া বিভিন্ন সমিতির সভানেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের সিএস মনির হোসেন।
পরে প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির ২০১৪-১৫ অর্থ বছরে জেলার ৮টি উপজেলার ৪০টি সমিতির মধ্যে ৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।
উল্লেখ্য, সমিতির মাধ্যমে মহিলারা যাতে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারে সেজন্য সরকার প্রতি বছরই মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্ম উদ্যোগী সমিতি সমূহকে বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ (বামকপ) কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।