Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ॥ নবীগঞ্জে শালিস বৈঠকে হামলা সংঘর্ষ ॥ মহিলা সহ আহত ৩০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধকে কন্দ্রে করে শালিস  বৈঠকে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ২টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মহিলা ও সাংবাদিকসহ অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবারে উপজেলার ওই গ্রামের ফয়জুর রহমান মিয়ার ছেলে জাহিদুর রহমানের বোরো জমির আইল ভেঙ্গে জোর পুর্বক নৌকা নেয়ার চেষ্টা করে একই গ্রামের বশির মিয়া ও কামাল মিয়া। এ ঘটনায় জমির মালিক পক্ষ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত দেখা দিলে এলাকার মুরব্বিয়ানের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর প্রেক্ষিতে গতকাল বুধবার ওই গ্রামের এবাদুর রহমানের বাড়ীতে শালিস বিচার বসে। বিচারের সিদ্ধান্ত মোতাবেক ঘটনাস্থলে শালিস পক্ষ উপস্থিত হলে হঠাৎ তুচ্ছ ঘটনার জের ধরে কামালের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হয় প্রায় ৩০।
গুরুতর আহতরা হল, মমিন মিয়া (২২), হান্নান মিয়া (৩৫), স্কুল ছাত্র রাহিম মিয়া (১৬), আজির উদ্দিন (৩০), মুজিব মিয়া (২২), আলাল মিয়া (২৫), আজাদুর রহমান (২০), উজ্জল মিয়া (২৫), জসিম মিয়া (২০), সবুজ মিয়া (২০), ইমাদ মিয়া (২৮), কলেজ ছাত্র সিরাজ মিয়া (২৪)। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এম মুজিবুর রহমান আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।