Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মর্তুজ আলীর সংক্ষিপ্ত পরিচিতি

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী ১৯৬৮ সালের ১ জুলাই শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তীতে এলএলবি পাশ করেন। তার পিতা মরহুম শীর্ষ আলী ও মাতা মরহুমা মমিন চান বিবি। তার স্ত্রী মোছাঃ তাছলিমা আক্তার রেখা সরকারি চাকরিজীবী। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। পুত্র আবু ছায়েম আল রিয়াদ সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও কন্যা নুসরাত জাহান হৃদি বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে অধ্যায়নরত। তার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মাকান্ডের পরিচিতি। তিনি ১৯৮৯ সালে সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত ভিপি পদে নির্বাচন করেন। ১৯৯০ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। ১৯৯৭ সালে জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হন। ২০০২ সালে জেলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোনীত হন। ২০১৩ সালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এর পাশাপাশি জেলা আওয়ামী তরুণলীগের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি বহু সামাজিক, ক্রীড়া ও শ্রমিক আন্দোলনের সাথে জড়িত। তিনি হবিগঞ্জ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা শাখার সভাপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ২০১৪ সালে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২৮ গ্রাম পঞ্চায়েত কমিটিরও সদস্য। সুলতান মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক নির্বাচিত সভাপতি তিনি। সুলতান মাহমুদপুর জনকল্যাণ যুব ক্রীড়া ক্লাবের সাবেক সভাপতি। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কার্যকরি কমিটিরও সদস্য তিনি। হবিগঞ্জ চাষী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সদর উপজেলা শিক্ষা কমিটির সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি শহরের কোর্ট স্টেশন এলাকায় বসবাস করছেন।