Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালেক্টরেট ভবনের গণ-শৌচাগার ব্যবহারের অনুপযোগী

স্টাফ রিপোর্টার ॥ কালেক্টরেট ভবনের নীজতলার গণ-শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্কার না করার কারণে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর দূর্গন্ধে কোর্ট পোষ্ট অফিস ও কোর্ট পুলিশের অফিসিয়াল কার্যক্রমে দায়িত্বরত লেকজন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। অপর দিকে শৌচাগারচি ব্যবহারের অনুপযোগী থাকায় প্রয়োজনে লোকজনকে আড়ালে আবডালে জরুরী কাজ সাড়তে হচ্ছে। এতে পরিবেশ বিনষ্ট হচ্ছে।
অভিযোগ উঠেছে, ওই শোচাগারটি পরিস্কার করার জন্য সরকারি সুইপার রয়েছে। কিন্তু সে নিয়মিত পরিস্কার করছে না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শৌচাগারটির নাজুক অবস্থা। ময়লা-আবর্জনা উপচে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই শোচাগারের নিকট জেলা প্রশাসনের রের্ক্ডরোম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নন জিআর কোর্ট ও আদালত ক্যান্টিন রয়েছে। ভুক্তভোগীরা এর সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে।