Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিষ্ঠাবাির্ষকী উপলক্ষে শহরে পৌর যুবদলের বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে এ বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শায়েস্তানগরস্থ বিএনপি কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কয়েক শতাধিক যুবদলের নেতাকর্মী রঙ্গিন বেলুন, ফেষ্টুন সহকারে অংশ গ্রহন করে।
র‌্যালী শেষে পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন ও যুগ্ম আহ্বায়ক শেখ মামুনের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মতিউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, এডভোকেট গুলজার খান, তৌফিকুল ইসলাম রুবেল, আবু ছালেক, হেলাল আহমেদ টিপু, নজরুল ইসলাম, রবিউল আলম, তাজুল ইসলাম, গাজী আক্তার, সোয়েব আলী, আলকাছ মিয়া, সবুজ মিয়া, সেলিম মিয়া, ইসা আহমেদ, ইমরান আহমেদ, সাহাব উদ্দিন, গোলাম মাহবুব, রুমেল খান চৌধুরী, শাহিন মিয়া, জসিম উদ্দীন, ইলিয়াছ আলী, রুকন আহমেদ, অরজিৎ সিং, বিকাশ দাস, জিয়া উদ্দীন, সুমন মিয়া, আব্দুল মান্নান রাসেল, সজলু মিয়া, আনোয়ার হোসেন বাদল, সুহেল আহমেদ, জুয়েল মিয়া, কালন মিয়া, মাসুম মিয়া, আল আমিন, সায়েদ, আব্দুল হাদী, আবিদুর রহমান, বাদশা সিদ্দীকি, আজিজুর রহমান রনি, রক্সি, মনির হোসেন, নয়ন আহমেদ, স্বপ্নীল, কালন মিয়া, পারভেজ মিয়া, রনি মামুন, শুভ, ইমন, ফয়ছল, জুমন, লালন, নজরুল, নুর মিয়া, রউফ উদ্দীন।
সভায় বক্তারা যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছের নিঃশর্ত মুক্তি দাবী জানান।