Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের অন্যতম সংগঠক মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরীর সুযোগ্য কন্যা হবিগঞ্জ জেলা নারী সমাজের গর্ব, হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারিদের উপর কতিপয় সন্ত্রাসীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-জেলা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা কমান্ডার ল্যাঃ নায়েক আব্দুল শহীদ, লাখাই উপজেলা কমান্ডার মফিজুল ইসলাম চৌধুরী, মাধবপুর উপজেলা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বাহুবল উপজেলা কমান্ডার ডাঃ আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা কমান্ডার নুর উদ্দিন আহম্মদ (বীর প্রতিক), বানিয়াচং উপজেলা কমান্ডার মোঃ আঃ খালেক, আজমিরীগঞ্জ উপজেলা কমান্ডার তৈয়বুর রহমান খান, সেক্টর কমান্ডার ফোরাম জেলা সভাপতি গৌর প্রসাদ রায় ও ডেপুটি কমান্ডার উপাধ্য আব্দুজ জাহির, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আঃ হাসিম, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার শেখ মোঃ আব্দুস সালাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তুহিন, নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম প্রমুখ।