Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে রাতের আধারে রেল থেকে পাচার হচ্ছে তেল

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আবারো রাতের আধারে রেল থেকে তেল পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এসব তেল শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে বিক্রি করে অনেকেই জিরো থেকে হিরো বনে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, জিআরপি পুলিশ ফাঁড়ির অসাধু পুলিশ সদস্য ও রেলওয়ের কর্মচারিদের ম্যানেজ করে সন্ধ্যার পর থেকেই শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে জয়ন্ত্রিকা, উপবন, উদয়ন, সুরমা, জালালাবাদ ট্রেনের ইঞ্জিন থেকে তেল খোলে প্রতিদিন চোরাকারবারীরা ৫শ থেকে হাজার লিটার তেল প্লাষ্টিকের বস্তা ভর্তি করে রিক্সাযোগে তাদের গন্তব্যস্থলে পাচার করে দিচ্ছে। আর এসব তেল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ থেকে শুরু করে ৬০ টাকা লিটারে বিক্রি করছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। তারা আরো জানান, তেল পাচারকারীদের গডফাদার হচ্ছে মৃত ফুল মিয়ার পুত্র মুখলিছ মিয়া। তার সহযোগীরা হচ্ছে রওশন চৌকিদারের পুত্র ইদ্রিস আলী ও মৃত এরশাদ উল্লাহর পুত্র আলফু মিয়াসহ একদল লোক। সন্ধ্যা হলেই তারা রিক্সা ও ঠেলা গাড়ি নিয়ে প্ল্যাটফর্মের অদুরে অবস্থান নেয়। ট্রেন আসলেই অসাধু ট্রেন চালক ও জিআরপি পুলিশের সহযোগিতায় ইঞ্জিন থেকে তেল খোলে প্লাষ্টিকের বস্তায় ভরে পাচার করে দিচ্ছে। উল্লেখ্য সম্প্রতি র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেলসহ বেশ কয়েকজন চোরাকারবারীকে আটক করে। কিন্তু তারা আইনের ফাঁক দিয়ে জামিনে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে।