Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমরান এইচ সরকারকে পিটিয়ে অজ্ঞান, আটক ১৫

এক্সপ্রেস ডেস্ক ॥ পুলিশের পিটুনিতে জ্ঞান হারিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তাকে গুলশান ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে  তাকে সেখান থেকে সরিয়ে প্রাইভেট কারে করে অন্যত্র নেয়া হয়েছে। এছাড়া আবুল কালাম আজাদ (বীর বিক্রম) নামে আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এর আগে পাকিস্তান দূতাবাস ঘেরাও করার জন্য গতকাল বৃৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে গুলশান-২ নম্বরে জড়ো হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও শহীদের স্বজনরা। এসময়  পুলিশ  লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। উভয়পক্ষে ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের হটিয়ে দিতে লাঠিচার্জও করে পুলিশ। একসময় গণজাগরণের কর্মী শাম্মি আক্তার, শেখ সালমা, প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ, রওশন আরা মিতা ও জাহাঙ্গীরকে আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। গণজাগরণের কর্মী মনিরুজ্জামন আকাশ বলেন, আমরা কোনো বর্ববরজাতি নই যে পাকিস্তান অ্যামবাসি পুড়িয়ে দেব। পুলিশের এ আচরণ আমাদের হতাশ করেছে। তবে এ ব্যাপারে এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন বলেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সিস্টেমেটিক্যালি তাদের সরিয়ে দিয়েছি। এরপর ইমরান এএইচ সরকার সাংবাদিকদের ব্রিফিং করার চেষ্টা করলে আবার চড়াও হয় পুলিশ। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করে। এতে ইমরান ও আবুল কালাম আজাদ (বীর বিক্রম) গুরুতর আহত হন। ইমরান অজ্ঞান হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়েছে। আরো অনেক কর্মী লাঠিচার্জে রক্তাক্ত হয়েছেন। হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া সংস্কৃতি কর্মী ও সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য তারানা হালিম সাংবাদিকদের বলেন, আমার ধারণা করছি সরকার এটা করেনি। কোন পুলিশ অফিসার এটা করেছে, কার নির্দেশে এটা করা হয়েছে তাদের খুঁজে বের করতে হবে। আমাদের সময় ডট কমের প্রতিনিধি ইসমাইল হুসাইন ইমু জানান, যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি ডা. ইমরান এইচ সরকারসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।