Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্বজিৎ হত্যাকান্ড ঃ ৮ জনের মৃত্যুদন্ড

এক্সপ্রেস ডেস্ক ॥ বিশ্বজিৎ হত্যাকান্ডের ঘটনায় ৮ জনের মৃত্যুদন্ড ও ১৩ জনের যাবজ্জীবন দিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। গতকাল বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে এইচ এম কিবরিয়া, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান এবং মোশারফ হোসেনকে। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গত বছরের ৯ ডিসেম্বর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে আসামিরা। মামলার আসামির সংখ্যা ২১। এর মধ্যে পলাতক আছে ১৩ জন। এরা হচ্ছে রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, রফিকুল ইসলাম, কামরুল হাসান, তারিক বিন জোহর তমাল, মনিরুল হক পাভেল ও মোশাররফ হোসেন। গ্রেফতার হয়ে কারাগারে আছে আট জন। তাদের বুধবার আদালতে হাজির করা হয়। তারা হচ্ছেন রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এএইচএম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা এবং গোলাম মোস্তফা। সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।