Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে লাখাইয়ের ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লাখাইয়ের ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে লাখাই উপজেলার মুড়য়াউক গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস কামাল তার ও সহযোদ্ধার পিতাকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। বিচারক মোঃ কাউসার আলম মামলাটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। মামলার আসামীরা হচ্ছে-তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা লাখাই উপজেলার মানপুর গ্রামের মতিউর রহমানের পুত্র মাওলানা মোঃ সফি উদ্দিন, একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আসক উল্লাহর পুত্র মোঃ জাহিদ মিয়া, একই গ্রামের মাহতাব মিয়ার পুত্র মোঃ তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র মোঃ ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া।
মামলার বাদী মুক্তিযুদ্ধকালীন লাখাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস কামাল অভিযোগ করেন, অভিযুক্ত মাওঃ সফিউদ্দিন রাজাকার বাহিনীতে লোক ভর্তি করে পাক বাহিনীর সহযোগিতায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনকে ধরে এনে তার বাংলাগরে টর্চার করতেন। তার বাংলা ঘরটি টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো। তার তথ্যাধি সংগ্রহে কাজ করতো সাব্বির আহমেদ ও মোশাররফ হোসেন।
বাদী সম্প্রতি বিটিসিএল এর পরিচালক (অর্থ) পদ অবসরগ্রহণকারী ইলিয়াছ কামাল আরজিতে বলেন, ১৯৭১ সনে ঘটনার সময় তিনি ও তার সহযোদ্ধা শাহজাহান মিয়া গ্রামেই অবস্থান করছিলেন। এ সময় বর্ষাকাল। মাওঃ শফি সহ রাজাকারগণ বাদী ও তার সহযোদ্ধা শাহজাহানকে ধরে নিতে লাখাই পাকিস্তান আর্মি ক্যাম্প থেকে সেনা নিয়ে ১৯৭১ সনের ৩০ অক্টোবর রাত ১০ টার দিকে মানপুর গ্রামে আসে। রাত ২ টার দিকে পাক হানাদার বাহিনী নিয়ে মুড়িয়াউক গ্রামের মৃত ইসমাইল মৌলভী, মতিলালদের বাড়ি একত্রিত হয়ে ঝটিকা অভিযান চালায়। এ সময় হিরাধনের ছেলে শোখলেছ মিয়া হানাদার বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যায়। পাকবাহিনী বাদী ও তার সহযোদ্ধা শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাদী তার দু’সহযোগি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ও শফিকুল আলম চৌধুরী পাশের বাড়ি অবস্থান করায় তাদের না পেয়ে বাদী মুক্তিযোদ্ধা ইলিয়াছ কামালের পিতা মোঃ ইদ্রিছ মিয়া ও মুক্তিযোদ্ধা শাহজাহানের পিতা মোঃ আব্দুল জব্বারসহ আরো কয়েকজনকে ধরে মাওঃ শফি উদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে তার বাংলা ঘরে অমানুষিক নির্যাতন করে ইলিয়াছ কামালের পিতা মোঃ ইদ্রিছ মিয়া ও শাহজাহানের পিতা মোঃ আব্দুল জব্বারকে রেখে বাকিদের ছেড়ে দেয়। পরদিন ৩১ অক্টোবর সন্ধ্যায় মাওঃ শফি উদ্দিনের হুকুমে গুলি করে তাদের হত্যার পর লাশ জিরুন্ডা-মানপুর গ্রামের উত্তর দিকে উদাজুর বিলে লাশ ফেলে দেয়।
এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্তরা কৃষ্ণপুর, গঙ্গানগরসহ আশপাশের গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, নৃশংস্ব গণহত্যা চালায়।