Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা দোলন পান্ডের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি’র কাষ্ঠগড়ের বীর মুক্তিযোদ্ধা শ্রী রমেশ চন্দ্র পান্ডে বার্ধক্য জনিত কারনে মৃত্যুর পর ২৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নিজ বাড়ীতে অন্তোষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। সাব সেক্টারের তৎকালীন কম্পানী কমান্ডার রমেশ চন্দ্র পান্ডে দোলন এর মৃত্যুতে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর উদ্যোগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বিকালে বানিয়াচঙ্গ দক্ষিণ-পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আব্দুল খালেক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান ও ৩নং বানিয়াচং ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর পরিচালক শাহাব উদ্দিন আহমদ এর পরিচালনায় ও আবদাল মিয়া এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মুক্তিযোদ্ধা ইউনুছ উল্লা, মুক্তিযোদ্ধা গোপীনাথ দেব, মুক্তিযোদ্ধা অমৃত লাল সূত্রধর, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, মুক্তিযোদ্ধা হাজী মোছাব্বির মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ ফারুক মিয়া, আলতাব মেম্বার, নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা স্বর্গীয় রমেশ চন্দ্র পান্ডের মুক্তিযুদ্ধকালীন দু:সাহসী ভূমিকা ও যুদ্ধোত্তর দেশ গঠনে অনন্য অবদানের স্মৃতিচারণ করে তারা বলেন, বানিয়াচঙ্গের শালিসাঙ্গনে তিনি ছিলেন কিংবদন্তিতুল্য। একই সভায় বানিয়াচঙ্গ মিয়াখানী ডাক্তার বাড়ির ১১৫ বছর বয়স্ক প্রবাসী আরফাত উল্লা লন্ডনীর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া পাঠের পূর্বে নিজ বাড়িতে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় তার একক অবদানের কথা উল্লেখ করা হয়। সভায় দোয়া পরিচালনা করেন বানিয়াচঙ্গ সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান।