Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার \ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গতকাল রাতে হিন্দু ধর্মাবলম্বীরা শোকের আবহে মা দুর্গাকে বিসর্জন দিয়েছেন খোয়াই নদী সহ বিভিন্ন স্থানে।
গতকাল রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ শহরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুর“ হয়। বড় ট্রাকের পাশাপাশি ছোট ছোট ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরণের যানবাহনে করে মায়ের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শহর প্রদ¶িণ করে। শোভাযাত্রায় ঢাক-ঢোল ও কাঁসার বাজনার সঙ্গে দেশি-বিদেশি গানের মিউজিক বাজিয়ে দুর্গাভক্তরা আনন্দ-উল­াসে শহর মুখরিত করে তোলে। পরে হিন্দু ধর্মাবলম্বীরা মা দুর্গাকে খোয়াই নদীর চৌধুরী বাজার ঘাট, মাছুলিয়া ব্রীজ এলাকা সহ বিভিন্ন পুকুর জলাময়ে বিসর্জন দেয়। এ বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা মর্ত্যলোক থেকে আবার গমন করলেন ¯^র্গলোকে।