Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলীফ সোবহান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক চৌধুরীর রীট আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ মীরপুর আলীফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর হাইকোর্টে দায়েরকৃত রীট আদেশ স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। গত ৯ ডিসেম্বর আপীল বিভাগ এই স্থগিতাদেশ দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৮ অক্টোবর এক চিঠিতে ফারুক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা গ্র্রহনের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। ফারুক উদ্দিন চৌধুরী উক্ত চিঠির বিরুদ্ধে হাইকোর্টে রীট করেন। তিনি তার রীটে অধ্যক্ষের দায়িত্ব পালনে কোন প্রকার বাধা না দেওয়ার জন্যও উল্লেখ করেন। হাইকোর্ট থেকে গত ১৭ নভেম্বর ফারুক উদ্দিনের আরজির অনুকুলে স্থগিতাদেশ প্রদান করা হয়। এই আদেশের বিরুদ্ধে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী সুপ্রীম কোর্টে আপীল করলে আপীল বিভাগ গত ৯ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মাহবুবুর রহমান বহাল থাকছেন। সুপ্রীম কোর্টের আপীল বিভাগ একই দিনে আলিফ সোবহান চৌধুরী কলেজের সাবেক সভাপতি শেখ সুজাত মিয়ার পক্ষে প্রদত্ত গত ১৭ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন। গত ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় এক চিঠিতে আলিফ সোবহান চৌধুরী কলেজের সভাপতি পদে শেখ সুজাত মিয়ার স্থলে জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান করে। উক্ত চিঠির বিরুদ্ধে তিনি হাইকোর্ট গত ১৭ নভেম্বর তার আর্জি মঞ্জুর করে আদেশ দেন। হাইকোর্টের উক্ত রায়ের বিরুদ্ধে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী সুপ্রীম কোর্টে আপীল করলে গত ৯ ডিসেম্বর আপীল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে কলেজের সভাপতি হিসবে জেলা প্রশাসক বহাল রয়েছেন।