Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নবজাতক রেখে মা-বাবা উধাও

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতক কন্যা সন্তানকে রেখে উধাও হয়ে গেছেন মা-বাবা। গতকাল বুধবার এ ব্যাপারে সদর মডেল থানাকে অবহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতাল সুত্র জানায়, গত ১৮ অক্টোবার রাত ১১টায় অসুস্থ নবজাতককে হাসপাতালে ভর্তি করেন সদর উপজেলার হরিপুর এলাকার ইসমাইল মিয়া ও তার স্ত্রী। ২ দিন থাকার পর গতকাল সকালে শিশুটির মা বাথরুমে যাবে বলে পাশের আরেক শিশুর মার কাছে দিয়ে যায়। কিন্তু এই কথা বলে সে আর শিশুটির কাছে আসে নি। এমন কি তার পিত্রী পরিচয় দানকারী ইসমাইল ও আসে নি।
শিশু ওয়ার্ডে শিশুর চিকিৎসা চলাকালে মঙ্গলবার সকাল থেকে ইসমাইল মিয়া ও তার স্ত্রীকে নার্স ও চিকিৎসকরা খুঁজে পাননি। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসিন করিম বিষয়টি পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে যায়। বর্তমানে পুলিশের উপস্থিতিতে শিশুটির চিকিৎসা কার্যক্রম চলছে।
হাসপাতালের নিয়ম অনুযাযী নবজাতক ভর্তি করার সময় পরিবারের ১টি মোবাইল নাম্বার রাখা হয়। নাম্বারটি হলঃ-০১৭৭৯-৬৭৪৩০৯। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নার্সরা দেখা শুনা করছেন।