Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুমারী দেবী রূপে পূজিত হলো পুষ্পিতা

সিরাজুল ইসলাম জীবন ॥ হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে গতকাল কুমারী পূজা অনুিিষ্ঠত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের বিশাল সমাবেশ দেখা যায় ওই কুমারী পুজায়। প্রতিবছরের মতো এবারও তার ব্যাতিক্রম হয়নি। সকাল থেকেই লোকে লোকারণ্য ছিল হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন এলাকা। শারদীয় দুর্গাপূজা উৎসবের উল্লেখযোগ্য পর্ব এ কুমারী পূজায় ভক্তবৃন্দ শিশু কুমারীর মধ্যে বিরাজিত দুর্গামাতাকেই তাদের শ্রদ্ধা অর্ঘ্য অর্পন করেন। গতকাল বুধবার সকাল ১০ টায় কুমারীদেবী রূপে পুজিত হন ৮ বছর ২ মাস বয়সী শিশুকন্যা পুষ্পিতা চক্রবর্তী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গাংদার গ্রামের রামকৃষ্ণ চক্রবর্ত্তীর মেয়ে পুষ্পিতা। ৪র্থ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা। চারদিক মুখরিত শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতির মধ্যদিয়ে শুরু হয় কুমারী পুজা। কুমারী পূজায় অংশ নিতে হবিগঞ্জ জেলা ছাড়াও বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট ও ভারত হতে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হন। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ কুমারী পূজায় উপস্থিত ছিলেন। কুমারী পুজার নিরপত্তায় শহরে নিরাপত্তা জোরদার করে পুলিশ প্রশাসন। রামকৃষ্ণ মিশনের পুরো এলাকাকে নিয়ে আসা হয় ক্লোজ-সার্কিট ক্যামেরার আওতায়।