Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুঘর গ্রামে ডাকাতির ঘটনা সম্পর্কে \ সদর থানার ওসির বক্তব্যের প্রতিবাদে এলাকাবাসীর সভা

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামে ডাকাতির ঘটনা সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সদর থানার ওসি নাজিম উদ্দিনের বক্তব্যের প্রতিবাদে এলাকাবাসীর এক সভা সুঘর কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রনজিত সেন বাদলের সভাপতিত্বে গতকাল বিকেলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিজিৎ মজুমদার সুজন, কমলেশ দেব, বিশ্বজিত চন্দ্র দেব, টিটু গুপ্ত, নিখিল গুপ্ত, ¯^পন দেব, দিপক, বকুল গুপ্ত, গিতাই দাস, সোহাগ দেব, অর্জুন দেব, তনু নাগ, শংকর দেব, প্রাš— দেব, বিষু গুপ্ত, সুবল চন্দ্র দেব, সুনীল সরকার, উত্তম নন্দি, খোকন দেব সহ এলাকার লোকজন।
সভায় বক্তারা বলেন, কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিজিৎ মজুমদার সুজনের বাড়িতে ডাকাতির ঘটনার স্থানীয় মেম্বার আলী আজগর সহ গ্রামবাসী উপস্থিত হয়ে তাৎ¶ণিক সদর থানা পুলিশকে অবহিত করেন। পরদিন সকালে ইউপি চেয়ারম্যান আমজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পূণ্যব্রত চৌধুরী বিভু সহ নেতৃবৃন্দ, এএসপি মাহমুদুর রহমান মনির, সদর থানার ওমি নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় গ্রামবাসী তাদের নিকট ডাকাতির ঘটনার বি¯—ারিত অবহিত করেন। কিন্তু উক্ত ডাকাতি সম্পর্কে সদর ওসি নাজিম উদ্দিন পত্রিকায় যে বক্তব্য প্রদান করেছেন তা দেখে গ্রামবাসী মর্মাহত। প্রকৃত ঘটনা আড়াল করে বক্তব্য দেয়ায় গ্রামবাসী তীব্র ¶োভ ও প্রতিবাদ জানান। সভায় বক্তারা ডাকাতি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টাš—মুলক শা¯ি—র দাবী জানান।