Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাগাপাশা সিএনজি স্ট্যান্ডের উপদেষ্ঠা মাহমুদ আলীর উপর মামলা দায়েরের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্র-১৯৭৯) এর কাগাপাশা স্ট্যান্ড কমিটির উপদেষ্ঠা সাবেক মেম্বার মাহমুদ আলীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিকরা। গতকাল বিকেলে খাগাপাশা বাজারে কাগাপাশা স্ট্যান্ড শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ রহমত খান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক শরীফ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী অনু মিয়া, বাসদ নেতা ডাঃ ডাক্তার সুনীল, হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি অটো শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, নবীগঞ্জ থানা রোড স্ট্যান্ডের সভাপতি আব্দুল মতিন, শ্রমিক নেতা শাহজাহান চৌধুরী, কাগাপাশা গ্রামের গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রউফ মেম্বার, সামছুল হক চৌধুরী, সুমন আহমেদ, কাগাপাশা স্ট্যান্ড কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, অর্থ সম্পাদক রায়হান খান, শ্রমিক নেতা ইমরুল চৌধুরী, তাজ মিয়া প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এমদাদুর রহমান চৌধুরী কাওছার। সমাবেশে এলাকার লোকজন এসে একাত্বতা পোষন করেন। সমাবেশে শ্রমিকরা কাগাপাশা স্ট্যান্ড কমিটির নেতা সাবেক মেম্বার মাহমুদ আলীর উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলাটি প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন শ্রমিক ও এলাকাবাসী।