Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের মন্দিরের অধ্যক্ষকে পত্র দিয়ে হত্যার হুমকির নিন্দা ও ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার বরগাঁও শ্রী শ্রী শচীমাতা স্মৃতিতীর্থ ধাম মন্দিরের অধ্যক্ষকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ হুমকীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দে। বাহুবলের বরগাঁও শ্রী শ্রী শচীমাতা স্মৃতিতীর্থ ধাম মন্দিরের অধ্যক্ষ শ্রী সর্বেস্বর গোবিন্দ দাশ ব্রম্মচারীকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে এক পত্র দেওয়া হয়েছে।ওই পত্রে এক অজ্ঞাত ব্যাক্তির ছবিও সংযুক্ত রয়েছে। বাংলায় হাতের লেখা পত্রে “সিডিউল বানিয়ে ফেলিয়েছি এবার তোদের পালা ব্লগার অনন্তকে যেভাবে স্বর্গে পাঠিয়েছি ঠিক সেইভাবে তোকে এবং তোর লোকজনদেরকে পাঠিয়ে দেব চিন্তার কারণ নেই” মর্মে উল্লেখ রয়েছে। বিষয়টি অধ্যক্ষ জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন। উক্ত ভীতিকর পত্র প্রকাশ হওয়ার পর এলাকার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান সহ আসন্ন শ্রী শ্রী দূর্গোৎসব অনুষ্ঠানকারী মন্ডপের কর্তৃপক্ষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। উক্ত শ্রী গোবিন্দ দাস ব্রম্মচারীর উদ্দেশ্যে হুমকিজনক পত্রের বিষয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শ্রী শ্রী শচীমাতা স্মৃতিতীর্থ ধাম সহ জেলার সকল ধর্ম প্রতিষ্ঠান ও দূর্গা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।