Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলাকারী ॥ মামুন অবশেষে ইমামবাড়ী এলাকা থেকে গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অবশেষে গ্রেফতার হলো বানিয়াচংয়ের আলোচিত ডাঃ ইলিয়াছ একাডেমির স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলাকারী মূলহুতা মামুন মিয়া। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ঈমামবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বখাটে মামুন বানিয়াচং সদর প্রথমরেখ এলাকার মখলিছ মিয়ার পুত্র।
প্রসঙ্গত, গত রোববার সকালে ডাঃ ইলিয়াছ একাডেমির ষষ্ট শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাবার পথে শ্লীলতাহানি করেছিল বখাটে মামুন। এ ঘটনায় ছাত্রীর অভিভাবকরা মামুনের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেন। আইনি ব্যবস্থা নিতে অভিযোগপত্রটি সুপারিশ করে থানা পুলিশের কাছে পাঠান প্রধান শিক্ষক আব্দুুল মোছাব্বির। আর থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মামুনের স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক আব্দুুল মোছাব্বিরের বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় প্রধান শিক্ষক ও তার স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের সব কলেজ-মাধ্যমিক ও মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে বখাটে মামুনসহ হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এরপরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। পরে বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন কর্মসূচী পালনসহ স্মারক লিপি দেন স্থানীয় এমপি আব্দুল মজিদ খান ও প্রশাসন বরাবরে। এ ঘটনায় ডাঃ ইলিয়াছ একাডেমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির’র ছেলে এ এম জাহিদুল আমীন বাদী হয়ে বাবু মিয়াকে প্রধান আসামী করে জনি, তুষার, মামুন মিয়া, রিয়াদ মিয়া, রাহিন মিয়া, আলফু মিয়া, মখলিছ মিয়া ও আরজু মিয়া’র নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ডাঃ ইলিয়াছ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আজ সকাল ১১ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে পরবর্তী করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে সার্বিক আলোচনা হবে বলেও তিনি জানান।