Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দারিদ্র্য বিমোচন দিবসের সভায় বক্তারা স্যার ফজলে হাসান আবেদ বিশ্ব খাদ্য পুরস্কার প্রহনে হবিগঞ্জবাসী গৌরবান্বিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ভৌগলিক সংজ্ঞা বহির্ভূত বিশ্বের বৃহত্তম গ্রাম। আর এ গ্রামের কৃতি সন্তান বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী সংস্থা বানিয়াচঙ্গের মার্কুলী থেকে উৎপত্তি। খাদ্য ও কৃষিখাতের নোবেল খ্যাত ‘ওয়ার্ন্ড ফুড প্রাইজ’ গ্রহন করায় বানিয়াচং তথা হবিগঞ্জবাসী গৌরবান্বিত। গতকাল বিকালে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার বক্তৃতায় উপরোক্ত অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি দারিদ্র্য বিমোচনে ও সার্বিক মানবকল্যানে স্যার ফজলে হাসান আবেদ এর দূরদর্শী উদ্ভাবনী কৌশলের ভূয়সী প্রশংসা ও দীর্ঘায়ু কামনা করে হবিগঞ্জের অন্য ৭টি উপজেলায় বানিয়াচঙ্গের ন্যায় ব্র্যাক সমন্বিত কর্মসূচী সম্প্রসারনে আহ্বান জানান। সভায় বক্তারা ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ এর সফল কার্যক্রমে এওয়ার্ড পাওয়াতে বিশ্বের বানিয়াচং হবিগঞ্জ তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করায় প্রবাসীরা গৌরবান্বিত হবে বলে তাকে অভিনন্দন জানান। বক্তৃতা করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মুশতাক আহমেদ সিএ, পরিচালক সাহাব উদ্দিন, ইউনিকেয়ার এর নির্বাহী পরিচালক জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা ইনূছ উল্লাহ, মতিউর রহমান মুতি, ইউডিসি বানিয়াচং উপজেলা সভাপতি আনছার আলী প্রমূখ। উল্লেখ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ এওয়ার্ড পুরস্কারের আর্থিক মুল্য দুই কোটি টাকা (আড়াই লাখ ইউএস ডলার)।