Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র প্রার্থী মিজানুর রহমানের সাথে মতবিনিময় ॥ ভাত-কাপড় নয়, ড্রেনেজ ব্যবস্তা রাস্তার উন্নয়ন চায় মোহনপুরবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা হলেও মোহনপুরের কাংখিত উন্নয়ন হয়নি। ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। রাস্তাঘাটও ভাঙ্গা। অবস্থার পরিবর্তনের আশায় এবার মোহনপুরবাসী মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের পাশে থাকার ঘোষনা দিয়েছেন। তারা ভাত-কাপড় নয়, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন চান।
গতকাল রাতে মোহনপুর গ্রামের মুরুব্বী হাজী আলা উদ্দিনের বাসার সামনে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের সাথে মতবিনিময়কালে এলাকাবাসী এই প্রতিশ্র“তি দেন। জনগনের দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, জনপ্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে এই সমস্যা সমাধানের কৌশল তিনি জানেন। দলের মনোনয়নের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন করার যে সকল যোগ্যতার প্রয়োজন তার সবকিছুই তার রয়েছে উল্লেখ করে বলেন, জনগনের ভালবাসা ফেলে নির্বাচনে জয়লাভ করা কষ্টকর হবে না।
বিশিষ্ট মুরুব্বি এডঃ মহিবুর রহমানের সভাপতিত্বে ও এডঃ মোবারক হোসেন ফুল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মহরম আলী, আলহাজ্ব এনামুল হক, আশ্বব আলী, এম এ আজিজ ইউনুছ, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম জিতু মিয়া, এমজি মওলা, তাজুল ইসলাম, গেদা মিয়া সর্দার, জসিম উদ্দিন, রাজু আহমেদ প্রমুখ। এ ছাড়াও উমেদনগরের বিশিষ্ট মুরুব্বি হাজী মরতুজ আলী, রজব আলী, মহরম আলী, নিমরাজ মিয়া ও সাবেক কমিশনার সামছু মিয়া বক্তব্য রাখেন।
সভা শেষে মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামের মুরুব্বীয়ান ও যুবকরা।