Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় গত ১৪ অক্টোবর ২০১৫ইং তারিখের প্রথম পৃষ্টায় “মাধবপুরে আওয়ামীলীগ নেতার দখল করা কোটি টাকা মুল্যের ভূমি উচ্ছেদ” ও সমাচার পত্রিকায় “আদালতের নির্দেশে পুলিশের অভিযান, মাধবপুরের বাঘাসুরায় আওয়ামীলীগ নেতার দখল করা কোটি টাকা মূল্যের ভূমি উচ্ছেদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে আওয়ামীলীগ নেতার দখল করা কোটি টাকা মুলের ভূমি উচ্ছেদ করার যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মূলত মাধবপুর উপজেলার ফতেহপুর মৌজার এসএ খতিয়ান নং ১৬ এর এস এ দাগ নং, ৯২৮, ৯২৯ ও ৯৩০ দাগের এসএ রেকডিয় মালিক ৩ জন। ময়মন চানঁ জং মনছব আলী শাহ্ পুরো জায়গার মালিক নন। বাকি আরো ২ জন এসএ রেকর্ড ও খরিদসুত্রে মালিক মঞ্জুর আলী শাহ্ ও ইমান আলী শাহ। এই তিন জন এসএ রেকডিয় মালিকগনের ওয়ারিশান থেকে আমি ২য় পক্ষ ছালাহ উদ্দিন তালুকদার (বাহার মিয়া) ও আমার ভাই গিয়াস উদ্দিন তালুকদার (সামছু মিয়া)’ জায়গা খরিদ করি। এসিল্যান্ড রিপোর্টেও আমি ও আমার ভাই প্রকৃত মালিক ও দখলকার সঠিক বলা আছে। ১ম পক্ষ আব্দুল আওয়াল গং’রা ভুয়া মালিক পরিচয় দিয়ে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার একটি মিথ্যা মামলা দায়ের করে। আব্দুল আওয়াল গং’রা ময়মন চানঁ জং মনছব আলী শাহ্ এর কোন ওয়ারিশ কিংবা জায়গার মালিক অথবা ফতেহপুর গ্রামের কোন বাসীন্দা নয়। যাহা স্থানীয়ভাবে মাধবপুরের এসিল্যান্ড এর তদন্ত রিপোর্টে প্রমানিত হয়েছে। ২য় পক্ষ ওই স্থানে আমি ছালাহ উদ্দিন তালুকদার এর বাড়ি ঘরসহ যাবতীয় স্থাপনা থাকা সত্ত্বেও ১ম পক্ষ বিজ্ঞ আদালতে ভূল তথ্য দিয়ে রিসিভার আদেশ প্রাপ্ত হয়। আদালতের নির্দেশ অনুযায়ী উক্ত জায়গা মাধবপুর থানা পুলিশের নিয়ন্ত্রনে আছে। প্রকৃতপক্ষে আমি ২য় পক্ষ ওই ভূমির বৈধ মালিক ও দখলকার। অন্যদিকে মাধবপুর থানা পুলিশ ও এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদনেও উল্লেখ আছে যে ওই স্থানে শান্তি ভঙ্গের কোন ধরনের আশংকা নেই। এ ছাড়া সংবাদের এক অংশে আওয়ামীলীগকে জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে তাহা সম্পুর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে আব্দুল আওয়াল গং’রা জামাত-শিবিরের একনিষ্ট কর্মী বিদায় আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা লিখেছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
ছালাহ উদ্দিন তালুকদার (বাহার)
সাং-ফতেহপুর, শাহজীবাজার-মাধবপুর, হবিগঞ্জ।