Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আল্লামা মুফতি শিব্বির আহমদ মাহবুব আর নেই

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর তালিম, তরবিয়ত বিভাগের প্রধান, ইফতা বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদীস আল্লামা হাফেজ মাওলানা মুফতি শিব্বির আহমদ মাহবুর গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিটের সময় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে মারা যান। মরহুমের মৃত দেহ দেখার জন্য তার কর্মস্থল বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদরাসা শিা বোর্ড) অফিসে নিয়ে আসা হয়। অতপর নিজের জন্মস্থান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঘাটুয়া গ্রামে বেলা ১টায় এসে পৌছুলে আতœীয়-স্বজন এলাকাবাসী সহ ভক্ত অনুসারীগণ একনজর দেখার জন্য ভিড় জমান। এসময় এলাকায় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পরে মরহুমের ২য় জামাতা মুফতি মোশতাক আহমদ ফোরকানীর পরিচালনায় জানাজার পূর্ববর্তী অনুষ্ঠানে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন- বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আঃ ছাত্তার, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, উমেদনগর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি আব্দুল কাইয়ুম, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা আঃ শহিদ, মাওঃ আব্দুল মজিদ, মাওঃ আবু হানিফা, ১ম জামাতা মাওঃ আব্দুল মতিন, মাওঃ আব্দুল ওয়াদুদ, ৩য় জামাতা মাওঃ রায়হান উদ্দিন, মাওঃ মাকসুদ আহমদ প্রমুখ। বেলা ৪.৩০ মিনিটে মরহুমের বড় ছেলে মুফতি শাহ জুন্নুরাইন এর ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।