Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবহেলা থেকে মুক্তি পেতে ইনাতাবাদ জঙ্গলবহুলাবাসী পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছে মেয়র প্রার্থী মিজানুর রহমানকে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অন্তর্ভুক্ত হলেও ইনতাবাদ-জঙ্গলবহুলা এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। পৌরকর পরিশোধ  করেও তারা বঞ্চিত। অথচ নির্বাচন আসলেই তাদেরকে শোনানো হয় আশার বানী। এবার সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে পৌর নির্বাচনে মেয়র পদে তারুন্যের অহংকার ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের পাশে থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেছে ওই এলাকার মুরুব্বিয়ান ও তরুণ সমাজ।
গতকাল রাতে ইনাতাবাদ-জঙ্গলবহুলা এলাকাবাসীর সাথে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের মতবিনিময়কাল এই প্রতিশ্র“তি ব্যক্ত করেন তারা। এ সময় মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান জানান, সবদিক বিবেচনায় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনে বিজয়ী হলে জনগনের পাশে থেকে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
জঙ্গলবহুলা বালুর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, হাজী রহিম উদ্দিন। শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা নুর উদ্দিন জংগী, হজী মরতুজ আলী, মাওলানা আব্দুস শহিদ, বাবর আলী, শফিক উদ্দিন, ফায়জুল্লাহ, হীরন মিয়া, লাল মিয়া, আব্দুল কাদের, গোলাপ মিয়া, ফটিক মিয়া, নুর উদ্দিন মিয়া, নাছির উদ্দিন, হাজী আব্দুল মালেক, ইনমরাজ মিয়া, আব্দুল মালেক, রেঞ্জার আকবর হোসেন প্রমুখ।
মিজানুর রহমান মিজানকে সভা শুরুর পূর্বে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।