Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গন্ধ্যা গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, জনগণের ভালবাসায় পর পর ৩ বার দায়িত্ব পাওয়ার পর রাস্তাঘাট, ব্রীজ-কালভাট, শহরকে সৌন্দর্য্য বর্ধিত করণসহ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতে মানুষের প্রত্যাশা পূরনে নিরলসভাবে কাজ করে যেতে চাই। তিনি বলেন, চলতি সনে কয়েক কোটি টাকার টেন্ডার হয়েছে। এ গুলো বাস্তবায়িত হলে পৌর শহর একটি আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত হবে। পৌর সভার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলের সযোগিতা কামনা করেন পৌর মেয়র। তিনি গতকাল দুপুরে নবীগঞ্জ সাকুয়া সড়ক থেকে গন্ধ্যা পশ্চিম পাড়া কদর মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে আ,সি,সি রাস্তা এবং এডিপি’র অর্থায়নে কদর মিয়ার বাড়ি থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত প্রায় ২ লাখ টাকা ব্যয়ে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা গুলো বলেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, উপসহকারী প্রকৌশলী শহিুদুল ইসলাম ও ঠিকাদার বদরুজ্জামান চৌধুরী।