Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানি প্রধান শিক্ষকের বাড়িতে হামলা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বখাটের বিরুদ্ধে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়ায় ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির এর বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে বখাটের স্বজনরা। রোববার রাত ৮টার দিকে প্রথমরেখ মহল্লার বাড়িতে এই সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা শিক্ষকের ঘর-দরজা ভাংচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় শিক্ষকের ভগ্নিপতি আবদুল মতিন ও তার স্ত্রী আহত হয়েছেন। তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে বর্বরোচিত হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে উপজেলা পরিষদ মাঠে বিক্ষোভ কর্মসূচী পালন করেন উপজেলা সদরের সব মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন। ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিরা সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
সূত্রে জানা যায়, প্রথমরেখ মহল্লার মখলিছ মিয়ার বখাটে ছেলে মামুন মিয়া ডাঃ ইলিয়াছ একাডেমির ষষ্ট শ্রেণির এক ছাত্রীকে রোববার সকালে স্কুলে আসার পথে হাত ধরে টানাটানি ও ধস্তাধস্তি করে। ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিভাবকরা বখাটে মামুনের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেন। আইনানুগ ব্যবস্থা নিতে অভিযোগপত্রে সুপারি করে থানা পুলিশের কাছে পাঠান প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির। এ পরিপ্রেক্ষিতে পুলিশ সন্ধ্যার দিকে মানুনের পিতার গ্যানিংগঞ্জবাজার হোটেলে নুরানীতে অভিযান চালান। পুলিশ উপস্থিতি টের পেয়ে মামুন দৌঁড়ে পালিয়ে যায়। এদিকে থানায় অভিযোগ দায়েরের কারণে ক্ষিপ্ত হয়ে উঠে মামুনের স্বজনরা। রাত ৮টার দিকে মামুনের স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির এর বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যৌন হয়রানী বন্ধে ও শিক্ষকের উপর হামলার প্রতিবাদে গতকাল সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতী পালন করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ রায়হানুল হারুন বলেছেন, যৌন হয়রানি ও সন্ত্রাসী হামলায় দুটি মামলা হয়েছে। যৌন হয়রানি মামলায় বখাটেকে দ্রুত গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সর্বোচ্চ ধারায় শাস্তি দেয়া হবে। হামলার সঙ্গে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। শিক্ষক বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে ও শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান ধন মিয়া, হাবিবুর রহমান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, অধ্যক্ষ মাওলানা আবদাল হুসেন খান, শিক্ষক আহসান হাবীব, হেমায়েত আলী খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।