Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৮ ডিসেম্বর থেকে ২য় দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে

বাহুবল প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনের কশিনার ব্রিগেডিয়ার (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন, যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন তারাই কেবল আগামী দিনে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড পাবেন। উক্ত স্মার্টকার্ড ছাড়া ভবিষ্যতে কোন প্রকার নাগরিক সুবিধা পাওয়া যাবে না। তিনি আরো বলেন, চলতি দফায় কোন কোন স্থানে হালনাগাদ কার্যক্রম শেষ হয়ে গেছে। এ যাত্রায় যারা বাদ পড়েছেন, তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই। কারণ, ২৮ ডিসেম্বর থেকে ২য় দফায় হালনাগাদ কার্যক্রম শুরু হবে। তিনি গতকাল রোববার বিকেল ৪টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিখুত ভোটার তালিকা সকল নির্বাচনের পূর্বশর্ত। তাই সকল প্রাপ্ত বয়ষ্ক জনগণকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বাদ পড়া জনগণ ভোটার তালিকাভূক্ত হবেন এবং মৃত ব্যক্তিরা ভোটার তালিকা থেকে বাদ যাবেন। এ ব্যাপারে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার মামুন, সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসার এস.এম এজহারুল হক, হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরী, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, মত্তাছির মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আমিনী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।