Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শরীফ স্টোর থেকে গ্রামীন ফোনের অবৈধ সিম বিক্রির অভিযোগে ২ কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার ॥ শরীফ স্টোর থেকে গ্রামীন ফোনের অবৈধ সিম বিক্রির অভিযোগে ২ কর্মচারীকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্টান মের্সাস শরীফ স্টোর গ্রামীণ ফোনের স্থানীয় ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি সরকার রেজিষ্ট্রেশন বিহীন সচল মোবাইল সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি। কিন্তু ওই ডিলার সরকারি নির্দেশনা অমান্য করে গ্রামীণ ফোনের আন রেজিষ্ট্রার সচল সিম অবৈধভাবে বিক্রি করে আসছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গতকাল সন্ধ্যায় শরীফ স্টোরে অভিযান চালায়। এ সময় আন রেজিষ্টার সচল সিম বিক্রির অভিযোগে গ্রামীণ ফোন ও শরীফ স্টোরের কর্মচারি সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আমির হোসেনের পুত্র এএইচ জহিরুল হক ও উমেদনগর গ্রামের মশ্বব আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামকে আটক করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সুত্রে জানা যায়।