Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধান সড়ক দিয়ে অগ্রদূত কোচ সার্ভিস চলাচল অব্যাহত রাখার দাবিতে চেম্বার প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকাগামী অগ্রদূত কোচ সার্ভিসের বাসগুলো শহরের চৌধুরীবাজার থেকে যেন নির্বিঘেœ চলাচল অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে পুরানমুন্সেফী এলাকায় চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও পৌর মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের ডাকঘর এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফ উদ্দিন। পরিচালনায় ছিলেন চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ। এ সময় উপস্থিত ছিলেন- মোঃ রুবেল চৌধুরী, আব্দুল বাসিত, শফিক মিয়া, পিন্টু চৌধুরী, মজিবুর রহমান বাবু, মিহির দাশ, দেলোয়ার হোসেন দেলু, এহিয়া চৌধুরী, শরিফ উদ্দিন, হুমায়ূন খান, গোপাল রায়, বেলাল চৌধুরী, বিদ্যুত রায়, রমজান মিয়া, মনসুর মিয়া, সেলিম খান, সাইদুর মিয়া, শরিফ মিয়া, মহিতোষ দাস, ফারুক মিয়া ও নজরুল ইসলাম প্রমুখ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ এলাকাবাসী ও সর্বস্তরের ঢাকাগামী যাত্রী সাধারণের সার্বিক দিক বিবেচনা করে জনস্বার্থে অগ্রদূত বাস সার্ভিস এর বাসগুলি যাতে শহরের প্রধান সড়ক দিয়ে ও রামকৃষ্ণ মিশন রোড থেকে চলাচলে বাধাগ্রস্থ না হয় সে ব্যাপারে চেম্বার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।