Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফুলকুঁড়ি আসরের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি  ॥ “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রেস্তোরায় এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিচালক মোঃ শফিকুল ইসলাম মাসুদ ও সঞ্চালনা করেন জেলা সহকারী পরিচালক এফ.এম আমিনুল ইসলাম জনি। প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন জেলা অর্থ সম্পাদক ইমন তরফদার। স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী পরিচালক সাজিদুর রহমান সাদ্দাম। উদ্বোধনী বক্তব্যে রাখেন হবিগঞ্জ জেলা শাখার সাবেক পরিচালক ও বিশিষ্ট ব্যাংকার মোঃ আবুল ফজল খান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা মিনহাজ উদ্দিন টুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের এসআই মোঃ মোস্তাক আহমেদ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ সানু মিয়া, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট আব্দুল আজিজ সোহেল, নাজিম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হবিগঞ্জ জেলা ইউনিট সভাপতি মোঃ নাজিম উদ্দিন ওয়াহেদ ও দৈনিক খোয়াই রিপোর্টার আব্দুল হান্নান।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা পরিচালক শফিকুল ইসলাম মাসুদ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম জনিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন, আব্দুলাহ আল ইমরান, আনছারুল ইসলাম, মোঃ কাউছার, নাজমুল ইসলাম, সজিব, অনিক, সুজন, সায়েম, মামুন, রুমান, হাছিব, শামীম, মোশারফ, রাতুল, তপু, মুবিন, রাকিন, তাকরিন, জাকির হোসেনসহ প্রমুখ। উক্ত প্রোগ্রামে সভাপতির বক্তব্যে জেলা পরিচালক বলেন, কুঁড়ি থেকে ফুল, আর একটি চারা থেকে নয়নজুড়ানো সুরভিত বাগান তৈরির প্রচেষ্টার ৪১টি বছর পেরিয়ে গেল। নতুন স্বপ্ন আর সম্ভাবনায়ময় আলোকরশ্মি নিয়ে হোক ৪২ বছরের নতুন সুর্যোদয়।