Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার পুর্নাঙ্গ কমিটি প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার ¯’ানীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে সকাল ১০টায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর শাখার সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপদেষ্টা নিখিল আচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সুবিনয় কর, অশোকতরু দাস, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু।
সভায় ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি প্রকাশ করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন কেতকী রঞ্জন চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, প্রনয় ভূষন চক্রবর্তী, মন্টু আচার্য্য, মনোরঞ্জন দাশ, সুভাষ বনিক, কেতকী রঞ্জন পাল, মিহির কুমার রায়, অমিয় মুকুল বনিক, অজিত কুমার রায়, যুবরাজ কর, কৃপাসিন্ধ ুরায় চৌধুরী, নিত্যানন্দ দাশ, যতীন্দ্র দাশ সামন্ত, ডাঃ সুকেশ দাশ, ধীরেশ চন্দ্র ধর, হিমাংশু দেব, গৌরাঙ্গ দাশগুপ্ত, চরিত্র মোহন পাল, নিবারণ সূত্রধর, দূর্গা চরণ দেব, জগদীশ দাশ, সুবল দেব ও নান্টু পাল।
৫১ সদস্য বিশিষ্ঠ কার্যকরি কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, গজেন্দ্র দাশ, শংকর দেব, নৃপেন্দ্র পাল, যুবরাজ গোপ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু, শিলাপদ দাশ, কোষাধ্যক্ষ উৎপল দাশ, সহ-কোষাধ্যক্ষ কাঞ্চন বনিক, সাংগঠনিক সম্পাদক প্রণব চন্দ্র দেব, সহ-সাংগঠনিক সম্পাদক সুশান্ত বনিক, দপ্তর সম্পাদক সাধন দাশ, প্রচার সম্পাদক চারু দেব, গণসংযোগ সম্পাদক বিজয় রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অনিক কর, সাংস্কৃতিক সম্পাদক কৃপাসিন্ধু সূত্রধর, সমাজকল্যান সম্পাদক সুশান্ত রঞ্জন বনিক, আইন বিষয়ক সম্পাদক দীপন ধর, ধর্মীয় বিষয়ক সংরক্ষণ সম্পাদক বিষ্ণু আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা কুড়ি, কার্য্যনির্বাহী সদস্য যথাক্রমে রান্টু চক্রবর্তী, সমীরন চক্রবর্তী সমীর, গৌতম পুরকায়স্থ, নিরেন্দ্র দেব নিরু, অসিত বরণ পাল, গৌরমনি সরকার, উত্তম কুমার রায়, দিপক পাল, লিটন দেবনাথ, সুবিনয় দাশ সুমন, পার্থ পাল, বিধান দেব, পিযুষ কান্তি দাশ পীতু, পরিমল শীল, পান্ডন দেব, গুরুপদ দাশ ময়না, সুধীন দাশ, রতন মহালদার, বিভূ আচার্য্য, তনয় কান্তি ঘোষ, দীপঙ্খর ভট্রাচার্য্য দেবুল, বিজয় দেব, তপন জ্যোতি দে, সুজয় বনিক, মিথুন পাল, জুটন বনিক, ধ্র“ব জ্যোতি বনিক, সৈকত দাশ ও সুবীর দাশ।