Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের পৌরসভার ২নং ওয়ার্ডে ইউজিপ ৩ এর উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেন্ডার এ্যাকশন প্যান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প-৩ এর আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে পৌরসভার বসবাসকারী দরিদ্র পরিবারের মহিলাগন উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার রায়, ইউজিপ-৩ এর এলসিডিএ এফএম মোঃ ছাইদুল হক, এলসিডিএ সিএম মোঃ লালন শেখ, সিএফডাবু শামীম রেজা ও মোছাঃ মমতাজ পারভীন, সিডিসি ফেডারেশনের সভাপতি মোঃ আরব আলী, উমেদনগর কাষ্টার সভাপতি হাজী লুৎফুর রহমান নানু ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন। বক্তারা আসছে দিনগুলোতে হবিগঞ্জ পৌরসভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প-৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা উন্নয়ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহনের উপর গুরুত্বারোপ করেন। পৌরসভার নাগরিক হিসেব নারীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। বক্তারা নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইভটিজিংয়ের বিরদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে উঠান বৈঠকে উপস্থিত নারীদের অবহিত করেন।