Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ১৮ কেজি গাজা ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে ধরাশায়ী

চুনারুঘাটে ১৮ কেজি গাজা ও
প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী
ডিবি পুলিশের হাতে ধরাশায়ী
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাটিয়াজুড়ি সড়কের নিকঠ থেকে ১৮ কেজি গাজাঁ, একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল রাত সাড়ে আটটায় তাদের আটক করা হয়।
জানা যায়, হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক দল ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। চুনারুঘাট-সাটিয়াজুড়ি সড়কে প্রাইভেটকারে করে মাদক পাচারকালে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ প্রাইভেটকারটি আটক করে তল্লাশী চালায়। পুলিশ তল্লাশী করে প্রাইভেটকারের তিন যাত্রীর দেহ তল্লাশী করে ১৮ কেজি গাজা উদ্ধার করে। আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নয়ানি বনগাও গ্রামের আব্দুর রউফের পুত্র মাদক বিক্রেতা মামুন মিয়া (২০), একই উপজেলার হলদিউড়া গ্রামের আলতাব আলরি পুত্র নুর আলম (১৮) ও হাতুন্ডা গ্রামের শহীদ মিয়ার পুত্র আরিফ মিয়া (১৯) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন রিপন জানান, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত থাকবে। তিনি মাদক বিক্রেতাসহ অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সবার সহযোগীতা চেয়েছেন।