Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর চাচা খালেদ চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরীর চাচা এবং হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার ফরহাদ চৌধুরীর পিতা সৈয়দগঞ্জের পোষ্ট মাষ্টার খালেদ বিন সাঈদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। গতকাল সকাল ১০টায় ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্বিয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম খালেদ বিন সাঈদ চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, ডাঃ কামাল সাঈদ চৌধুরী, যুক্তরাষ্টের নিউ ইয়ার্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ছোট চাচা। গতকাল বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়িতে জানাযার নাজাম শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহণ করেন, নবীগঞ্জ বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাবেল খান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ। সাংবাদিক ফরহাদ চৌধুরীর পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, আমাদের সময় ডট কমের প্রতিনিধি এম কাউছার আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বর্তমান সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিতসহ প্রমূখ নেতৃবৃন্দ।