Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চারিনাও গ্রামে বোনের হাতে ভাই হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সৎ বোনের হাতে কিশোর ভাই ফজল মিয়া (১৫) হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ফজলের পিতা ছুরত আলী বাদি হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ১ আদালতে মামলা দায়ের করে। মামলাটি আমলে নিয়ে বিচারক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় আসামীরা হল, ফজলের সৎ বোন সেলিনা (২৫), তার স্বামী ইছহাক মিয়া (২৭), মৃত ফুল মিয়ার পুত্র কামাল মিয়া (৩০), ইছহাক আলীর পুত্র গোলাপ মিয়া (২৮), রুছমত আলীর পুত্র বাচ্চ মিয়া (৪০), সাহাবুদ্দিনের স্ত্রী খোদেজা বেগম (৪৭), ফুল মিয়ার পুত্র কাওছার মিয়া (৩৫) ও রুছমত আলীর পুত্র সফিক মিয়া (৩০) সহ অজ্ঞাত ৫/৬ জন। মামলার বিবরণে জানা যায়, ২২ সেপ্টেম্বর সেলিনা আক্তার (২৫) ও তার স্বামী ইছাক আলী ভৈরব বেড়ানোর কথা বলে ফজলকে তাদের সাথে নিয়ে যায়। এর পরে ফজলের কোন হদিস পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলেও কোন সু-উত্তর দেয়নি তারা। ওইদিন রাত ১২টায় ফজলকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে তার রক্ত মাখা লাশ তাদের ঘরের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তারা ঘুম থেকে উঠে দেখে ফজলের রক্তমাখা লাশ। এ সময় তারা ধারণা করেন ফজলকে তারা পৈত্রিক সম্পত্তির লোভে লোমহর্ষকভাবে হত্যা করেছে। এ ব্যাপারে সেলিনার সাথে পরিবারের লোকজন যোগাযোগ করলে তারা জানায় কে বা কারা তাকে হত্যা করে লাশ ভৈরব ফেলে রাখে। পরে তারা লাশ নিয়ে বাড়ি আসে।