Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালত প্রাঙ্গন থেকে আসামী গ্রেপ্তার ॥ চুনারুঘাট থানার দারোগা জাহিদকে আদালতে তলব

চুনারুঘাট প্রতিনিধি ॥ আদালত প্রাঙ্গন থেকে সারেন্ডারকৃত আসামীকে গ্রেপ্তার করে টেনে হেঁচড়ে নিয়ে আসায় চুনারুঘাট থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ওই দারোগাকে আগামী ৮ অক্টোবর স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। এডঃ আবু সাঈদ গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন বিচার আদালত-২-এ লিখিত অভিযোগে বলেন, ৪ অক্টোবর সিআর-৪৭/০৬ (বন) মামলার আসামী সকাল ১০ টার সময় সারেন্ডার পিটিশনের মাধ্যমে আদালতে সারেন্ডার করার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চুনারুঘাট থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদ সাদা পোষাকে আদালত প্রাঙ্গন থেকে চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাও গ্রামের আলপি মিয়ার পুত্র আসামী ছাবু মিয়াকে গ্রেপ্তার করে টেনে হেচড়ে থানায় নিয়ে যান। আদালত অবমাননার এ বিষয়টি বিজ্ঞ আইনজীবি দারোগাকে অবহিত করলেও দারোগা তা অমান্য করে আসামীকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যান। এরই প্রেক্ষিতে এডঃ আবু সাঈদ আদালতকে এ বিষয়টি লিখিত ভাবে জানালে বিজ্ঞ আদালত দারোগার বিরুদ্ধে ওই আদেশ জারি করেন। আদালত আদেশের এ কপি হবিগঞ্জের পুলিশ সুপার, চুনারুঘাট থানার ওসিকে প্রেরনেরও নির্দেশ জারি করেন। আইনজীবির মহুরার আঃ রহিম বলেন, ছাবু মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বাড়ী এসে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তারী পরওয়ানা জারি রয়েছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে তিনি ওই দিন সারেন্ডার করতে গিয়েছিলেন।