Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাজী মানিক মিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে রেলওয়ে ষ্টেশন মসজিদ কমিটির স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ বাজার রেলওয়ে ষ্টেশন মসজিদ কমিটির সহ-সাধারন সম্পাদক হাজী মানিক মিয়াকে মিথ্যা মামলায় আসামী করায় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। গতকাল অনুষ্ঠিত কমিটির এক সভায় এই নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবী জানানো হয়। এ ব্যাপারে মসজিদ কমিটি নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেছেন। স্মারক লিপির অনুলিপি হবিগঞ্জ লাখাই আসনের এম পি এডভোকেট মোঃ আবু জাহির ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে প্রদান করা হয়েছে। স্মারক লিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১লা অক্টোবর ২০১৫ইং রাজন বনিক বাদী হয়ে হাজী মোঃ মানিক মিয়াকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখিত তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত হাজী মোঃ মানিক মিয়া মসজিদের নির্মান কাজের তদারকিতে ছিলেন। এজন্য ঘটনার সঙ্গে জরিত থাকার প্রশ্নেই আসে না। প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে বিচার করার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন। অন্যতায় হবিগঞ্জের ব্যবসায়ী মহলে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। স্মারক লিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ উছমান গনি, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান লেবু, হাজী মোঃ আতাউর রহমান, মোঃ হিরাজ মিয়া, হাজী আব্দুল খালেক, হাজী সৈয়দ আব্দুল হামিদ, কয়সর আহমেদ শামীম, সহ কমিটির সকল নেতৃবৃন্দ।